রাশিয়ার পশ্চিমাঞ্চলের লিপেৎস্ক অঞ্চলে একটি কারাগার থেকে ৬ বন্দী গোপন সুড়ঙ্গ ব্যবহার করে পালিয়ে গেছে।
শনিবার (২৬ অক্টোবর) সকালে কারাগারে নিয়মিত তল্লাশির সময় তাদের অনুপস্থিতি ধরা পড়ে।
কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ জানায়, সাধারণ নিরাপত্তা পর্যায়ের ২ নম্বর কারাগারে এক গোপন সুড়ঙ্গ আবিষ্কার হয়। পরে বন্দীদের তালিকা পর্যক্ষেণ করে বোঝা যায় ৬ জন পলাতক।
পালিয়ে যাওয়া বন্দীদের পরিচয় প্রকাশ না করা হলেও তাদের মধ্যে মধ্য এশিয়ার নাগরিক আছে বলে জানিয়েছেন কারাগারের একটি সূত্র।
পালিয়ে যাওয়াদের ধরতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী কাজ করছে। কারাগারের আশপাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি জোরদার করা হয়েছে।
লিপেৎস্ক অঞ্চল মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। রাশিয়ার কারাগার ব্যবস্থায় পালানো ঘটনা বিরল। কিন্তু কেউ যদি এই পথে যায় তারা দ্রুত ধরা পড়ে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.