লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১ নভেম্বর বিকালে ৭ নং দরবেশপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ন আহবায়ক টিপু সুলতান ভূঁইয়া।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা যুবদলের সাধারন সম্পাদক ও জেলা যুবদলের সদস্য কবির হোসেন পাটোয়ারী কানন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুস সাত্তার মজুমদার, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান ভূঁইয়া, কাউসার মাল, বিএনপি নেতা শামসুর রহমান শামীম, জামাল উদ্দিন ডারী, যুবদল নেতা এইচ এম বাবলু, জহির উদ্দিন বাবর, মাহফুজ, শেখ মামুন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নবাব নাজিম উদ্দিন সহ আরো অনেকই।
উক্ত সভায় ইউনিয়ন যুবদলের সভাপতি প্রত্যাশী জাহাঙ্গীর আলম মানিকের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সভায় সমবেত হন। অনুষ্ঠানে বক্তরা সাবেক স্বৈরাচারী সরকারের সকল গুম, খুন, হত্যা, সহ সকল অপরাধের বিচার দাবি করেন।