কুড়িগ্রামের রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেছে। ৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেজাক সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি এম শাহিন আল আমিন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব রসিদ মন্ডল, মাই টিভির শেরপুর জেলা প্রতিনিধি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, সিনিয়র সাংবাদিক প্রভাষক এস এম লুৎফর রহমান, সাংবাদিক জাকির হোসেন, শেজাকের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারা, রাজিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তোম মাহমুদ লিখন, রসিদুল আলম সিকদার, এস কে দোলন বিশ্বাস, রাকিবুল হাসান খোকন, রেজাউল করিম রাজু প্রমুখ
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, শেজাক সাংবাদিক এসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকে ন্যায় ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার মাধ্যমে গণমাধ্যমের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও বক্তারা বর্তমান সময়ের গণমাধ্যমের ভূমিকা ও সাংবাদিকদের অধিকার রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন। দিনব্যাপী এই আয়োজন প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর এই উদযাপন নতুন করে সংগঠনটিকে ন্যায়বিচার ও স্বাধীনতার পতাকাবাহী হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে শেষ হয়।