প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ১২:৫০ অপরাহ্ণ
মোহনগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
হেরোইন ও হেরোইন মাপার যন্ত্রসহ মো: নূরে আলম রিয়াদ (৩২) নামে এক মদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। তার বাসা তল্লাশি করে ছয় গ্রাম হেরোইন, একটি হেরোইন মাপার যন্ত্র, দু্ইটি মোবাইল ফোন ও পাঁচশো টাকার একটি জাল নোট জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১৮ হাজার টাকা। আটককৃত নূরে আলম রিয়াদ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দক্ষিণ দৌলতপুর শেখ বাড়ি এলাকার মো. সাইদুর রহমানের ছেলে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে এতথ্য নিশ্চিত করেন মেজর নাজমুজ সাকিব। তিনি ৮ম ইস্টবেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কমান্ডার এবং নেত্রকোনা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা। তিনি জানান, সোমবার আনুমানিক রাত সোয়া ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাপ্টেন তাহমিদুল আল নোমানের নেতৃত্বে মোহনগঞ্জ সেনা ক্যাম্পের একটি টহল দল মোহনগঞ্জের দৌলতপুর শেখবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. নূর আলম রিয়াদকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার বাসা তল্লাশি করে হেরোইন, হেরোইন মাপার যন্ত্র, দুটি মোবাইল ফোন ও পাঁচশো টাকার একটি জাল নোট জব্দ করে সেনা সদস্যরা। জব্দকৃত মাদক ও সরঞ্জামাদিসহ আটক মাদক ব্যবসায়ী নূর আলম রিয়াদকে মোহনগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান এই সেনা কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.