প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ৪:০১ অপরাহ্ণ
মেলেছি দুজনে রঙিন ডানা
----------মেলেছি দুজনে রঙিন ডানা-----------------
--------------সোহেল খান দূর্জয়-----------------------
সুন্দর এই অতীতের অন্ধকার গর্ভেই তো জন্মায়
ভালোবাসার সুন্দর এক ভবিষ্যত আলোর দিশা
বিয়ের আগের আমার বউটা শুধুই করে দূরাশা
সত্যিই কত কোকিল ডাকা ভোরে আলসে চোখে
সহস্র রঙিন পরিকল্পনায় মেলেছি দুজনেই ডানা
আজো রয়ে গেছে এই দুপুরে ভাঙ্গাচোরা স্মৃতিতে
নীড়ে ফেরা পাখির কলরবে আর্দ্র আঁখি পল্লবে
আর ফেলে আসা তোমার কাছে পথের যতিতে
আমি শুনেছি তো দারিদ্র যবে দুয়ারে আসে দাড়ায়
প্রেম ভালোবাসা তখনই তবে গবাক্ষ পথে পালায়
এই তো ছিলো তোমার অমিমাংশিত সমীকরণ
এই পথে পর্যাপ্ত পার্থিব প্রাচুর্য্যের প্রয়াস ছিল না
তুমি দিলে শুধু ভালোবাসার এই যে অস্বীকৃতি
আমি জানি বুকে ছিল বল ভালবাসার আশ্রয়স্থল
সত্যি করে বলো তো চেয়েছি কি এমন নিষ্কৃতি
সবাই যেদিন শুরু করে মোদের তখন হলো শেষ
ছিল বিদায়ী শীতের কিছু অনাদায়ী উত্তাপের রেশ
আমি যেদিকেই তাকাই চারিদিকে ভাষা ভাষা চাহুনি
সত্যিই আমার অবিশ্বাসে ভরা ভালোবাসার দৃষ্টি
প্রতি মুহূর্তে বিষছে রক্তাক্ত হৃদয় একি অনাসৃষ্টি
এই চওড়া হাসির আড়ালে লুক্কায়িত বিষাক্ত শূদন্ত
সত্যিই তুমি অপূর্ব হাসতে হাসতে যে লুটিয়ে পড়বে।
ভালোবাসার এই বৃষ্টি নীল শরীরে মুক্তি দুরাগত
আমি অসহায় যন্ত্রনায় যার বুকে রেখেছি মাথা
আমার এই হৃদয় ব্যক্ত হয়েছে অব্যক্ত দু:খ গাথা
এই ক্রুর হাসি অন্তরে তার বাহিরে নিস্পাপ আর্দ্রতা
আমি দেখেছি তো তৃষ্ণার্ত চোখের অধরা মরিচিকা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.