1. admin@anantabangla.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে; মেজর (অব.) হাফিজ  ঝিনাইগাতীতে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ১ আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার ছবি ভাইরাল চাঁপাইনবাবগঞ্জে ফসলের সাথে ১১ বিঘা আলু গম সরিষা হালচাষ দিয়ে নষ্ট করলো প্রতিপক্ষ নেত্রকোনায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী সেনাবাহিনীর হাতে আটক নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধের এখনো কমিটিই হয়নি, কাজ শেষ নিয়ে শঙ্কা কৃষকদের  ধুনট প্রেসক্লাবের ২ বছর মেয়াদি কমিটি গঠন নান্দাইলে পঙ্গু মামুন কে  হুইল চেয়ার প্রদান  লালমোহনে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সংবর্ধনা

মিমিকে সবার সামনে অঙ্কুশের চরম অপমান

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬ বার পঠিত

টালিউডের দুই জনপ্রিয় মুখ অঙ্কুশ ও মিমি চক্রবর্তীর বন্ধুত্বের কথা অজানা নয় কারও কাছেই। একসময় একের পর এক সুপারহিট বাংলা সিনেমায় অভিনয় করেছেন তারা। বড় পর্দায় তাদের জুটির রসায়ন দারুন পছন্দ করেন দর্শকরাও। কিন্তু বাস্তব জীবনে দেখা হলেই টম অ্যান্ড জেরির মতোই আচরণ করতে দেখা যায় অঙ্কুশ-মিমিকে।

যদিও অনেকদিন হলো একসঙ্গে বড়পর্দায় দেখা যায় না তাদের। তবে সামাজিকমাধ্যমের বদৌলতে এবার এই জুটির খুনসুটির ঝলক ধরা পরল নেটপাড়ায়। সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন মিমি। যদিও সেই ভিডিওতে ক্যামেরার সামনে নেই মিমি। তিনি রয়েছেন ক্যামেরার পিছনে।

প্রসঙ্গত, এখন অঙ্কুশ মিমি একই পাড়ার প্রতিবেশী। এদিন অভিনেত্রীর বাড়িতেই ঘরোয়া পোষাকে হাজির হয়েছিলেন অঙ্কুশ। সেখানে মিমির পোষ্য কুকুর জাদুকে জাপ্টে ধরে বসে আছেন মিমির আরও এক ভালো বন্ধু অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। কিন্তু এদিন হঠাৎ করেই সকলের সামনেই মিমিকে প্রকাশ্যে অপমান করতে শুরু করেন অঙ্কুশ।

পাল্টা জবাব দিতে ছাড়েননি মিমিও। কিন্তু ঘটনাটা কি? ঠিক কি হয়েছিল সেই দিন? ভিডিওতে দেখা যাচ্ছে, নায়িকার বাড়িতে ঘরোয়া আড্ডা দিতে গিয়েছিলেন অঙ্কুশ হাজরা। তার পাশেই সোফাতে বসে রয়েছেন মিমির বন্ধু অনিন্দ্য। তার কাছে আরাম করে বসে আছে মিমির পোষ্য জাদু। কিন্তু বাড়িতে অঙ্কুশ ঢোকা মাত্রই তাকে দেখে চিৎকার শুরু করে দেয় জাদু।

তখনই অঙ্কুশ তার দিকে তাকিয়ে বলতে শুরু করেন, সুন্দর দেখতে লোকজনকে দেখা অভ্যাস নেই তোমার বুঝতে পারছি। আমরা কিন্তু মানুষ। তোমার বাড়িতে যে থাকে সে আসলে কাকতাড়ুয়া। তারপরেই দেখা যায়, এভাবে সকলের সামনে কাকতাড়ুয়া বলে অপমান করায় অঙ্কুশের দিকে তেড়ে যান মিমি।

আর গিয়ে সোজা তাকে মারধর করা শুরু করে দেন অভিনেত্রী। শুধু তাই নয় আদরের পোষ্যকে দেখিয়েই এদিন অঙ্কুশকে মিমি হুমকি দিয়ে বলেন, ও ‘কামড়ে দিলে বুঝবি’।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK