নেত্রকোনায় আইনশৃঙ্খলা সংক্রান্ত অপরাধ পর্যালোচনা সভায় নভেম্বর ২০২৪ মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য শ্রেষ্ঠত্ব ও পুরুস্কারের ধরণ অনুযায়ী আরও ১১ জনকে পুরস্কৃত করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে মাসিক এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ১২ জনের হাতে পুরস্কার তুলে দেন। এ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ। শ্রেষ্ঠ আইসি শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ নুরুল আলম, শ্রেষ্ঠ এসআই নেত্রকোনা মডেল থানার মো. শাহজাহান খান, শ্রেষ্ঠ এএসআই কলমাকান্দা থানার মামুন ইবনে হেলাল, বিশেষ পুরুস্কার পান পুলিশ সুপার কার্যালয়ের প্রধান সহকারি মো. গোলাম ফারুক।
সর্বোচ্চ ডিউটিকারী হিসেবে পুলিশ লাইনের চারজন সদস্য রয়েছেন। তারা হলেন- এসআই মুহাম্মদ মনিরুল ইসলাম, নায়েক বজলুল রহমান, পুরুষ কনস্টেবল সুভন হাসান শান্ত ও নারী কনস্টেবল আয়শা আক্তার। এছাড়াও সর্বোচ্চ ডিউটিকারী ট্রাফিক কনস্টেবল হলেন মো. মানিক মিয়া। নেত্রকোনা মডেল থানার একটি মামলায় এক আসামি গ্রেফতার, রাষ্ট্রবিরোধী কাজের সাথে জড়িত দুজন আসামি গ্রেফতার, মোহনগঞ্জ থানার একটি মামলায় ভুক্তিভোগী উদ্ধার ও আসামি গ্রেফতার, বারহাট্টা থানায় জিডি মূলে ভুক্তভোগী উদ্ধার ও আসামি গ্রেফতারের কারণে নেত্রকোনা আইসিটি শাখার এএসআই মো. আবুল হোসেন এবং ১২১৬ পিস ইয়াবাসহ আসামি মানিককে (৪০) আটকের জন্য বারহাট্টা থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান ও তার টিম বিশেষ অবদানের জন্য তাদেরকে পুুরস্কিত করা হয়েছে। নেত্রকোনা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ সকল তথ্য জানা গেছে।