লক্ষ্মীপুর জেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিন্তকরণে লক্ষ্মীপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের করণীয় বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অভি দাশের সভাপতিত্ব ও সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহাদত হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি সম্রাট খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল লতিফ মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলোন, লক্ষ্মীপুর জেলা সহকারি শিক্ষা অফিসার কুদরত এ খুদা আলাওল হাদি, লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, শহিদুল ইসলাম রাসেল।
প্রধান শিক্ষকদের থেকে বক্তব্য রাখেন গোলাম মাওলা, কহিনুর বেগম, জসিম উদ্দিন সহ সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষার মেরুদণ্ড বা ভীত হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর ভীত তৈরি হয়। তাই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা বেশি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.