1. admin@anantabangla.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে; মেজর (অব.) হাফিজ  ঝিনাইগাতীতে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ১ আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার ছবি ভাইরাল চাঁপাইনবাবগঞ্জে ফসলের সাথে ১১ বিঘা আলু গম সরিষা হালচাষ দিয়ে নষ্ট করলো প্রতিপক্ষ নেত্রকোনায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী সেনাবাহিনীর হাতে আটক নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধের এখনো কমিটিই হয়নি, কাজ শেষ নিয়ে শঙ্কা কৃষকদের  ধুনট প্রেসক্লাবের ২ বছর মেয়াদি কমিটি গঠন নান্দাইলে পঙ্গু মামুন কে  হুইল চেয়ার প্রদান  লালমোহনে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সংবর্ধনা

মাওলানা সাদকে আনতে প্রধান উপদেষ্টার বরবার স্মারক লিপি প্রদান

স্টাফ রির্পোটার :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

তাবলিগ জামাতের অন্যতম মুরব্বি মাওলানা সাদ কান্ধলভিকে আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তার অনুসারীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সাবেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিটি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্মারকলিপিতে বলা হয় বিপুল ত্যাগ-তিতিক্ষা ও গণঅভ্যুথানের মাধ্যমে আপনাদের অন্তর্বতীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের সফলতার মাধ্যমে সমস্ত জুলুম-অত্যাচার দূর হয়ে রাষ্ট্রের সকল স্তরে যাতে সুবিচার প্রতিষ্ঠা নিশ্চিত হয় এজন্য আমরা মহান আল্লাহতায়ালার দরবারে অন্তর থেকে দোয়া করি।

আপনি অবহিত আছেন যে, দাওয়াত ও তাবলীগের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ । আজ থেকে প্রায় একশ বছর আগে ভারতের দিল্লীস্থ নিজামুদ্দীন বাংলাওয়ালী মসজিদ হতে হযরত মাওলানা ইলিয়াছ (রহ:) রসুলুল্লাহ(সা:) ও ছাহাবা (রা:)এর তরীকার অনুসরণে এ মেহনত শুরু করেন। বর্তমানেও উক্ত নিজামুদ্দীন বিশ্ব মার্কাজ মসজিদ (সদর দপ্তর) হতে বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দ কান্দলভী (দা: বাঃ) এর নেতৃত্বে দাওয়াত ও তাবলীগের মেহনত সমগ্র পৃথিবীতে পরিচালিত হচ্ছে এবং ক্রমাগত প্রচার-প্রসার লাভ করছে।

স্মারক লিপিতে আরো বলা হয়, বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দ (দা: বা:) একজন বিজ্ঞ আলেম হিসেবে দীর্ঘদিন যাবৎ টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে কোরআন ও হাদীসের আলোকে মূল্যবান বয়ান রাখতেন। ইতোপূর্বে তিনি প্রতিবছর ইজতেমায় শরীক হতেন এবং ইজতেমার মূল বয়ানসহ আখেরী মোনাজাত পরিচালনা করতেন। ২০১৮ সালের পর থেকে তাকে কোনরূপ যৌক্তিক কারণ ছাড়া বাংলাদেশে আসতে ভিসা দেওয়া হচ্ছে না। বিশ্ব আমীর আসলে আরও বিপুল সংখ্যক বিদেশী মেহমান বাংলাদেশে আসতেন ।

এতে বিদেশে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিসহ অধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। প্রসঙগক্রমে উল্লেখ্য, হযরত মাওলানা সা’দ (দা.বা.) বাধাহীনভাবে সমগ্র বিশ্বে তাবলীগের কাজে সফর করছেন। অতিসম্প্রতি তিনি ইজতেমার জন্য দক্ষিণ আফ্রিকা,ইথোয়েপিয়া, মালয়েশিয়া, মরোক, ইংল্যান্ড, সুদান, নেপাল সফর করেছেন । এছাড়া তিনি ভারতের বিভিন্ন প্রদেশে বড় বড় ইজতেমায় শরীক হচ্ছেন।

অন্যদিকে উনার মত একজন বিশ্ব বরেন্য আলেম বাংলাদেশে কেন আসতে পারেন না যখন বিদেশিরা এ প্রশ্ন জিজ্ঞাসা করেন আমরা কোন সদুক্তোর দিতে পারি না । আর বাংলাদেশের লক্ষ লক্ষ তাবলীগের সাথীগণ বিগত ৬ বছর যাবৎ উনার মূল্যবান বয়ান শুনতে না পারার কারণে অত্যন্ত ব্যথিত- মর্মাহত ।

মাওলানা সাদের অনুসারীরা বলেন, গত সাত বছর ধরে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। অথচ জোবায়েরপন্থীদের সর্বচ্চ মুরুব্বী আহম্মদ লাট ও ইব্রাহিম দেওয়াকে আসতে দেওয়া হতো। এ পরিস্থিতি আমাদের জন্য অগ্রহণযোগ্য। বৈষম্যের অবসান ঘটিয়ে তাকে এ বছরের ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দিতে হবে। তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্দলভিকে আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়।

এর আগে সাপ্তাহিক মাশওয়ারা শেষে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার উদ্দেশ্যে মাওলানা সাদের অনুসারীরা মিন্টু রোডে প্রবেশের চেষ্টা করেন। তবে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কয়েকশ মুসল্লি মসজিদের সামনের সড়কে অবস্থান নেন। পরে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে প্রেস সচিব তাদের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিয়ে যান।

স্মারকলিপি জমা দেওয়ার পর সাদপন্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করে কাকরাইল মসজিদে ফিরে যান। তবে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাবলিগ জামাতের সাদপন্থীরা।

২০১৮ সাল থেকে ভারতের আলেম মাওলানা সাদ কান্দলভি বাংলাদেশে প্রবেশের অনুমতি পাননি। একটি কুচক্র মহল তার বক্তব্য থেকে কাটপিস করে কিছু বক্তব্য নিয়ে তাবলিগ জামাতের মধ্যে বিতর্ক ও বিভাজন দেখা সৃষ্টি করে। এই বিভক্তির জেরে তাকে ইজতেমায় আনার বিষয়টি বিগত সরকারের আমলেও মীমাংসি করতে ব্যর্থ হয় । তাই বৈষম্য বিরোধী অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে বৈষম্য দূর করে মাওলানা সাদকে আনতে ব্যবস্থা নিতে জোর দাবী জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK