ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল উপজেলার ১ হাজার মসজিদের ইমাম ও খতিবদের নান্দাইলে জুয়া, মাদক মুক্ত এবং উন্নত সমাজ গঠনে অগ্রনী ভূমিকা পালন করার আহবান জানান। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলা পরিষদ হল রুমে নান্দাইলের সকল মসজিদের ইমাম ও খতিবদের এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহবান জানান।
তিনি আরও বলেন, মসজিদের অবকাঠামো উন্নয়ন মসজিদের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য উপজেলা পরিষদ থেকে যথা সম্ভব সহযোগিতা প্রদান করা হবে। সাবেক ছাত্রদল নেতা ইমদাদুল হক এমদাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ, জামায়াতে ইসলাম আমীর মাওলানা কাজী শামছুদ্দিন, হেফাজতে ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালি উল্লাহ, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল আহাদ, ধর্মীয় নেতা মাওলানা ইব্রাহিম কাশেমী, জমিয়াতে ইলামায়ে ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা হামিদুজ্জামান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ সাইদুল ইসলাম, মডেল মসজিদের খতিব মাওলানা রাকিবুল হাসান, বারুইগ্রাম মাদ্রাসার মাওলানা জালাল উদ্দিন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী, ইনকিলাব সাংবাদিক মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।