ময়মনসিংহের ভালুকায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ভালুকা পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ২নং ওয়ার্ড, মোহাম্মাদিয়া হাসপাতাল, সালাউদ্দিন খান প্লাজা সংলগ্ন মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ভালুকা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর যুবদল নেতা ইফরাত হোসেন (খান সোহাগ) এর সভাপতিত্বে ও ভালুকা পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য রুহুল আমিন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, শ্রী স্বপন বনিক, তাহের ফকির, জহির রায়হান, ভালুকা পৌর বিএনপির সদস্য মোঃ আমান উল্লাহ তাজুন প্রমুখ। এছাড়াও এসময় পৌর যুবদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।