ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন বাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম ও মোঃ রোকনুজ্জামান সদস্য সচিব মনোনীত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভালুকা উপজেলা মৎস্যজীবী দল। রোববার দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ম সিটি গার্ডেন- ২ রেস্টুরেন্টে ওই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ, সাইফুল ইসলাম, মোঃ মহর আলী, মোঃ শফিকুল, মোঃ দুলাল, সুমন খন্দকার, আশাদ প্রমুখ৷ এছাড়াও ভালুকা উপজেলা মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।