“করব বীমা গড়বো দেশ,স্মাট হবে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মৃত্যুদাবীর চেক হস্তান্তর, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বরোনা বাজারে এই মৃত্যুদাবী চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অত্র এলাকার মুরুব্বি ফজলুর রহমানের সভাপতিত্বে ও বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের ব্রাঞ্চ ম্যানেজার মাসুদুজ্জামানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের এজেন্সি ডিরেক্টর হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন আটাপাড়া উপজেলার ইনচার্জ এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জোবায়ের আহমেদ মাহফুজ, ব্রাঞ্চ ম্যানেজার সোহেল খান দূর্জয়,তাওহিদা ইসলাম স্মৃতি,ইউনিট ম্যানেজার শিউলি আক্তার,লাল মিয়া, মাঠকর্মী আসমা আক্তার, অঞ্জনা আক্তার, শাহিনুর রশীদ ও ইউপি সদস্য হারুনুর রশিদ সহ এলাকার সকল গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় মৃত ব্যক্তি নাদিরা আক্তার পপির মৃত্যুদাবীর ৬০ হাজার টাকার চেক তার নমিনী মিজানুর রহমান মিজানের নিকট হস্তান্তর করা হয়।