করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৩ ডিসেম্বর) পুরানা পল্টন (পল্টন টাওয়ারের ৪র্থ তলায়) বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ম্যানেজার কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ‘ইসলামি শরিয়াহ অবকাঠামো সংক্রান্ত ম্যানেজার কনফারেন্স’ শীর্ষক কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় কোম্পানির মিশন ও ভিশন, শরিয়াহ অবকাঠামো, শরিয়াহ পরিপালনে করণীয়, তাকাফুল পরিকল্প পরিচিতি এবং লক্ষ্যমাত্রা অর্জনে (শরিয়াহ মোতাবেক) করণীয় নিয়ে আলোচনা করা হয়।
বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আয়োজনে এসময় উক্ত ম্যানেজার কনফারেন্সের সভাপতিত্ব করেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও মোহাম্মদ নূরুল ইসলাম ও উক্ত ম্যানেজার কনফারেন্সের সঞ্চালনা করেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাসুম হাসান জামাল।
এসময় উক্ত ম্যানেজার কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও মোহাম্মদ নূরুল ইসলাম।
এসময় উক্ত ম্যানেজার কনফারেন্সে প্রশিক্ষক হিসেবে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ট্রেনিং মোহাম্মদ জামিল উদ্দিন মিন্টু সকল কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করেন।
উক্ত ম্যানেজার কনফারেন্সে উপস্থিত ছিলেন, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস সুমনা পারভীন,সহ বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সকল সহকারী ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ সকল উন্নয়ন কর্মী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।