করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামীক শরিয়াহ মোতাবেক পরিচালিত বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বারহাট্টা সাংগঠনিক অফিসে কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও কম্পিউটার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে বারহাট্টা সাংগঠনিক অফিসের আয়োজনে অফিস কার্যালয়ে এই কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও কম্পিউটার প্রদান অনুষ্ঠিত হয়েছে। এসময় উক্ত প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন বারহাট্টা সাংগঠনিক অফিসের ব্রাঞ্চ ম্যানেজার ও ইনচার্জ মোঃ মনিরুজ্জামান ও সঞ্চালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার শাহানা আক্তার।
এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ময়মনসিংহ ডিভিশনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ট্রেনিং মোহাম্মদ জামিল উদ্দিন মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্সি ডিরেক্টর হাবিবুর রহমান এজেন্সি ডিরেক্টর সাইফুল ইসলাম বাচ্চু, সহকারী এজেন্সি ডিরেক্টর সালেহা রায়হান, নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের ক্যাশিয়ার সোহরাব হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার তাওহিদা ইসলাম স্মৃতি, আলেয়া আক্তার, তানজিলা তাঞ্জু,মনি আক্তার, হুসনা আক্তার,রানু আক্তার প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন বারহাট্টা,মোহনগঞ্জ, ধর্মপাশা, আটাপাড়া সাংগঠনিক অফিসের সকল উন্নয়ন কর্মী কর্মকর্তা ও সম্মানিত গ্রাহকবৃন্দ, এসময় বারহাট্টা সাংগঠনিক অফিসে কম্পিউটার প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালা শেষ করে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সকল কর্মী কর্মকর্তাদের কোম্পানির নভেম্বর ও ডিসেম্বরের(কক্সবাজার, দার্জিলিং, ব্যাংকক, ও ওমরাহ পালনে)সার্কুলার অনুযায়ী সকল কর্মী কর্মকর্তাদের ভ্রমণে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয়।