প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ৭:৩০ অপরাহ্ণ
বেস্ট লাইফ ইনসুরেন্সে লিমিটেডের মৃত্যুদাবির চেক হস্তান্তর
নেত্রকোণায় বেস্ট লাইফ ইনসুরেন্সে লিঃ এর মৃত্যুদাবির চেক হস্তান্তর ও ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।“করবো বীমা, গড়বো দেশ, উন্নয়নের বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নেত্রকোণায় বেস্ট লাইফ ইনসুরেন্সে লিঃ এর মৃত্যুদাবির চেক হস্তান্তর ও ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) নেত্রকোণা জোন ও সার্ভিস সেন্টারের হল রুমে বেস্ট লাইফ ইনসুরেন্স এই অনুষ্ঠানের আয়োজন করে।
নেত্রকোণা জোন ও সার্ভিস সেন্টারের জেনারেল ম্যানেজার(এজেন্সি ডিরেক্টর) মো. সাইফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ব্রাঞ্চ ম্যানেজার শাহানা আক্তার ও নূরজাহান আক্তারের সঞ্চালনায় মৃত্যুদাবির চেক হস্তান্তর ও ব্যবসা পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও সিইও মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ময়মনসিংহ ডিভিশনাল ইনচার্জ মোঃ মাসুম হাসান জামাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের এজেন্সি ডিরেক্টর মোঃ হাবিবুর রহমান, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পূর্বধলা শাখার সহকারী এজেন্সি ডিরেক্টর ও ইনচার্জ মোঃ রইছ উদ্দিন, মোহনগঞ্জ শাখার সহকারী এজেন্সি ডিরেক্টর ও ইনচার্জ সালেহা রায়হান, দূর্গাপুর শাখার সহকারী এজেন্সি ডিরেক্টর ও ইনচার্জ শিউলি আক্তার, মদন শাখার সহকারী এজেন্সি ডিরেক্টর রুমকি আক্তার, ধর্মপাশা শাখার সহকারী এজেন্সি ডিরেক্টর সুমী আক্তার, আটপাড়া শাখার সহকারী এজেন্সি ডিরেক্টর ও ইনচার্জ জোবায়ের আহমেদ মাহফুজ, কলমাকান্দা শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও ইনচার্জ খাদিজা বেগম বেবী,বারহাট্টা শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, কেন্দুয়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও ইনচার্জ কাউসার হোসেন জানু, মদন শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও ইনচার্জ সোহেল খান দূর্জয়, ধর্মপাশা শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও ইনচার্জ মমতাজ বেগম, কেন্দুয়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার মাসুদুজ্জামান, মোহনগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজার শাপলা আক্তার তাঞ্জু, আটপাড়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার তাওহীদা ইসলাম স্মৃতি, আটপাড়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার টিপু সুলতান, মদন শাখার ব্রাঞ্চ ম্যানেজার সাফায়েত উল্লাহ প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ইউনিট ম্যানেজার লাল মিয়া,ইউনিট ম্যানেজার, সানাউল্লাহ শাহ সুমন,ইউনিট ম্যানেজার করুনা আক্তার,ইউনিট ম্যানেজার তামান্না আক্তার,ইউনিট ম্যানেজার শিউলি আক্তার,ইউনিট ম্যানেজার হাজেরা আক্তার, ইউনিট ম্যানেজার হাফিজা আক্তার, ইউনিট ম্যানেজার নিপা আক্তার, ইউনিট ম্যানেজার আলেয়া আক্তার, ইউনিট ম্যানেজার মোঃ আবু ইউসুফ, ইউনিট ম্যানেজার ইয়াসমিন আক্তার সহ অন্যান্য অতিথি ও উন্নয়ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন আটপাড়া শাখার সম্মানিত গ্রাহক প্রনিথা রানী মুক্তা মৃত্যুবরণ করায় তার পরিবারের কাছে মৃত্যুদাবি পাঁচ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। এসময় মৃত্যু দাবির এই পাঁচ লক্ষ টাকার চেক গ্রহণ করেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আটপাড়া শাখার সহকারী এজেন্সি ডিরেক্টর ও ইনচার্জ জোবায়ের আহমেদ মাহফুজ ও ইউনিট ম্যানেজার ইয়াসমিন আক্তার সহ আটপাড়া শাখার সকল কর্মী কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.