বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত নাশকতা মামলায় অজ্ঞাত আসামী হিসেবে আলেফ বাদশাহ (৫৫) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে চিকাশী গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আলেফ বাদশা চিকাশী গ্রামের মৃত আকবর আলী মন্ডলের ছেলে এবং তিনি চিকাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।
পুলিশ জানায়, ২০১৮ সালে বিএনপির সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারণায় আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে গাড়ি ভাংচুর ও বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করা হয়। ওই ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের রমজান আলীর ছেলে রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে আওয়ামীলীগের সাবেক এমপি হাবিবর রহমান ও তার ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান আসিফ ইকবাল সনি সহ ৪৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। তবে ওই মামলায় আওয়ামীলীগ নেতা আলেফ বাদশার নাম এজাহারভুক্ত না হলেও অজ্ঞাত তদন্তপ্রাপ্ত আসামী হিসেবে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে।
এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই মঞ্জুর মোর্শেদ জানান, এপর্যন্ত ওই মামলায় পলাতক ৭জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, বিএনপির দায়েরকৃত নাশকতা মামলায় অজ্ঞাত তদন্তপ্রাপ্ত আসামী হিসেবে আওয়ামীলীগ নেতা আলেফ বাদশাহকে গ্রেপ্তার করা হয়েছে।