দীর্ঘ ১৭ বছর পর উৎসব মূখর পরিবেশে নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের গোপালপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বারহাট্টায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে শেখ সহিদ মোড়ল(৫৯৩) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও সাধারণ সম্পাদক আলতাবুর রহমান হানিফ(২৬০) ভোট পেয়ে নির্বাচিত। জানা গেছে দীর্ঘ ১৭ বছর ধরে নির্বাচনের আনন্দ থেকে বঞ্চিত ছিলেন বারহাট্টা বণিক সমিতির ভোটারা।
শুক্রবার (১লা নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বারহাট্টা উপজেলা সদর ইউনিয়নের গোপালপুর বাজারে বনিক সমিতির নির্বাচন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন অপেক্ষার পর নির্বাচনের সুযোগ পেয়ে প্রার্থীদের মাঝে উৎসব ফিরে এসেছে। সাধারণ ব্যবসায়ীরা জানান, দীর্ঘ ১৭ বছর পর এই নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বারহাট্টা গোপালপুর বাজারের বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার শেখ ফরিদ আহম্মদ বলেন,বণিক সমিতির মোট ভোটার সংখ্যা ৬৫৮ জন।এর মধ্যে ১০টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এরমধ্যে ৬ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বাকি ৪টি পদের জন্য ১২ জন্য প্রার্থী প্রতিযোগিতা করেছেন। জানা গেছে ২০০৯ সালে গোপালপুর বনিক সমিতির ৪১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। এখন দীর্ঘ ১৭ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আরো জানা গেছে এই বনিক সমিতিতে বর্তমান সময়ে ৬৫৮ জন ভোটার রয়েছে। তারা ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে মনোনীত করেছেন।
এদিকে বনিক সমিতির নির্বাচনের ফলাফল অনুযায়ী জানা গেছে, সভাপতি পদে শেখ সহিদ মোড়ল মাছ প্রতীকে ৫৯৩, কামাল তালুকদার চেয়ার প্রতীকে ৪২, সহ-সভাপতি পদে মোঃ শহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, সাধারণ সম্পাদক পদে আলতাবুর রহমান হানিফ দেয়াল ঘড়ি প্রতীকে ২৬০, আজিজুল হক ফারুক উড়োজাহাজ প্রতীকে ১৭০, মোঃ মহিম উদ্দিন ফুটবল প্রতীকে ২০৪, সহ-সাধারণ সম্পাদক পদে প্রশান্ত পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম রিক্সা প্রতীকে ১২৩ ভোট, মোঃ সেলিম টেলিফোন প্রতীকে ১৫৪ ভোট, মোঃ সোহেল মিয়া প্রজাপতি প্রতীকে ১১১ ভোট, মোঃ আব্দুর রাজ্জাক বালতী প্রতীকে ৪৮ ভোট, মোঃ আব্দুল মোমেন সূর্য প্রতীকে ১৯৫ ভোট পেয়েছেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ রিদয় মিয়া সিলিংফ্যান প্রতীকে ৩৫৫ ভোট, জসিম উদ্দিন মিয়া মই প্রতীকে ২৮০ ভোট পেয়েছেন, কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, দপ্তর সম্পাদক পদে শ্রী কিরণ চন্দ্র সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুমন রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ আনি ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বনিক সমিতির নির্বাচন বিষয়ে জানতে চাইলে বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক আজাদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর উৎসব মূখর পরিবেশে বারহাট্টা বনিক সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, গোপালপুর বাজারের বণিক সমিতির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই হয়েছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব আনন্দিত। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সকাল থেকেই ভোট কেন্দ্রের আশেপাশে টহল দিয়েছে। এদিকে বনিক সমিতির নির্বাচন বিষয়ে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, গোপালপুর বাজার বণিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে।