বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির বাগেরহাট জেলা কমিটি ঘোষণা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহম্মেদ ছানু এবং মহাসচিব মোঃসৌরভ শেখ এর স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ইকরামুল হক রাজিব (সভাপতি) ও নির্মল কুমার পাল কে(সাধারণ সম্পাদক) করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন,
৩! (সহ-সভাপতি) এ্যাডঃ মাসুম শেখ( দৈনিক সংবাদ চিত্র)৪! (সহ-সাধারন সম্পাদক) মোঃগাজী শাহজালাল(খবর বাংলা ২৪)
৫! (যুগ্ম-সাধারণ সম্পাদক) মিজানুর রহমান(দৈনিক সংবাদ চিত্র)৬! (সহ-যুগ্মসাধারণ সম্পাদক) প্রসেনজিৎ বাড়ই(৭১ সংবাদ টিভি
৭! (সাংগঠনিক সম্পাদক) রাসেল রাজু)(দৈনিক সংবাদ চিত্র)
৮! (প্রচার ও মিডিয়া সম্পাদক) শেখ মাসুম বিল্লাহ,(দৈনিক দেশ সেবা ও দৈনিক প্রজন্ম ৭১) ৯! (দপ্তর সম্পাদক) কিশোর চৌধুরী একুশে নিউজ ও ঘন্টা নিউজ ১০! (অর্থ সম্পাদক) মুন্না শেখ
পিরোজপুর মুক্ত বার্তা ও দৈনিক দেশ প্রতিদিন১১! (নির্বাহী সদস্য) সিন্টু বাড়ই (দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ)১২! (নির্বাহী সদস্য) হাওলাদার মঞ্জুর হাসান
(দৈনিক প্রানের বাংলাদেশ)
নবগঠিত বাগেরহাট জেলা কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির বাগেরহাট জেলা কমিটি এর কেন্দ্রীয় ও কার্যনির্বাহী পর্ষদের সকল নেতৃবৃন্দ সহ সকল বিভাগ, জেলা- উপজেলা কমিটির নেতৃবৃন্দ।