প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ৩:৫৩ অপরাহ্ণ
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বাগেরহাটের ফকিরহাটে পর্যটক পরিবহনের সাথে মটরসাইকেলের মুখোমূখি সংঘর্ষের ঘটনায় মটরসাইকেল আরোহী এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় নিহতের ভাইপো আহত হয়েছেন।
খুলনা-ঢাকা মহসড়কের উপজেলার তৈয়আলী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আশরাফুল ইসলাম ঘোরামী (৪৫) সাতক্ষীরা জেলার আশাশুনী উপজেলার গাফুরা এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে। এসময় আহত রনি ঘোরামী (১২) কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আশরাফুল ইসলাম তার ভাইপো রনিকে নিয়ে খুলনা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। ফকিরহাটের তৈয়বআলী বটতলা এলাকায় এসে পৌছালে খুলনাগামী যাত্রীবাহী পর্যটক পরিহবের সাথে মুখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী আশরাফুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হন। এসময় সাথে থাকা ভাইপো রনি গুরুত্বর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগি পালিয়ে গেছে। নিহত আশরাফুল ইসলাম গোপালগঞ্জে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.