পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডোর ২০ বছরেরও বেশি মেয়াদের কারাদণ্ড হয়েছে। নির্মাণ প্রতিষ্ঠান ওদেব্রেখটের কাছ থেকে ঘুষ নেওয়ার দায়ে আমেরিকান এ নেতার কারাদণ্ড হলো। সোমবার আদালত টলেডোর ২০ বছর ছয় মাসের কারাদণ্ড দেন। ব্রাজিলিয়ান প্রতিষ্ঠান ওদেব্রেখট থেকে ৩৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে তার এ দণ্ড হয়। খবর আল জাজিরার।
গত সপ্তাহে এক শুনানিতে টলেডো আদালতে বলেছিলেন, আমি একটি বেসরকারি ক্লিনিকে যেতে চাই। আমি অনুরোধ করছি, দয়া করে আমাকে সুস্থ হতে দিন কিংবা বাড়িতেই মরতে দিন।
আদালতকে তিনি এও বলেন যেন, ক্যানসার থেকে উদ্ভূত শারীরিক সমস্যা মোকাবিলা করতে হচ্ছে তাকে।
৭৮ বছর বয়সী সাবেক এ নেতা ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেন। ওদেব্রেখটের ঘুষ কেলেঙ্কারি ও রাজনৈতিক সুবিধা দেওয়ায় তিনি কঠোর এ সাজা পেলেন। ওই কেলেঙ্কারি মহাদেশজুড়ে আলোড়ন তুলেছিল।
বছরব্যাপী ট্রায়ালে টলেডো বারবার তার বিরুদ্ধে আনা মানি লন্ডারিং ও যোগসাজশের অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০১৯ সালে তিনি যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হন। পেরু সরকারের অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২২ সালে সাবেক এ প্রেসিডেন্টকে দেশে ফেরত পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.