প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ
পূর্বধলায় বসতবাড়িতে হামলা, ভাংচুর ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
নেত্রকোনার পূর্বধলায় বসতবাড়িতে হামলা-ভাঙচুর, মালামাল লুটপাট ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। শুক্রবার (১ নভেম্বর) বিকালে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে লিখিত বক্তব্যে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন রোজিনা-সাইদুল দম্পতি।
বক্তব্যে সাইদুলের স্ত্রী রোজিনা বলেন, আমার স্বামীর চাচাত ভাই এনামুলের মেয়ের সাথে তার ছেলের বিয়ে হয়। পারিবারিক বিরোধের জেরে তাদের সম্পর্কেও ফাটল ধরে এবং পারিবারিক দ্বন্ধের সৃষ্টি হয়। তারই ধারাবাহিতায় এনামুল এবং তার ভাই মোজাম্মেলের পরিবারের লোকজন তাদের পরিবারকে মারধর এবং হত্যার হুমকি দিয়ে আসছে। গত শনিবার (২৬ অক্টোবর) রোজিনার বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরের মালামাল লুণ্ঠন সহ প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে। এ বিষয়ে রোজিনা আক্তার থানায় একটি অভিযোগও দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শান্তির দাবি জানিয়ে তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ বুলেটিন উপজেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আনোয়ার হোসেন মন্ডল, ক্লাবের সাবেক সভাপতি ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি হাবিবুর রহমান, ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি মো. খাইরুল ইসলাম, দৈনিক জবাবদিহি প্রতিনিধি সাগর আহমেদ জজ, দৈনিক সংলাপ জেলা প্রতিনিধি নুর উদ্দিন মন্ডল দুলাল, রুপালি বাংলাদেশ জেলা প্রতিনিধি সুমন রাহাত, আজকের বসুন্ধরা প্রতিনিধি মো. নজরুল ইসলাম, একুশে নিউজ প্রতিনিধি ও শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল-ইমরান, মানবজমিন প্রতিনিধি জুবায়ের হোসেন বাচ্চু, সাংবাদিক মজিবুর রহমান প্রমুখ।
এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.