প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ৪:৩১ অপরাহ্ণ
পূর্বধলায় ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন
নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: খবিরুল আহসানের বদলি প্রত্যাহার চেয়ে রেললাইন অবরোধ ও মানববন্ধন করেছেন সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে রেল লাইনে গাছের গুড়ি ও লাল নিশান লাগিয়ে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন অবরোধের পর ৪০ মিনিট আটকে থাকে ট্রেন। পরে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের রেললাইন থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও অবরোধকারীরা সরে যেতে রাজি হননি।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একদিনের সময় চাওয়ার আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা আন্দোলন স্থগিত করেন। দাবি মানা না হলে পরবর্তী আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা কথা বলেন আন্দোলনকারীরা।
এরআগে গত ৫ ডিসেম্বর পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসানকে জেলার বারহাট্রা উপজেলায় বদলির প্রঙ্গাপন জারি করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়। গত বছরের ৩০ অক্টোবর পূর্বধলায় ইউএনওর দায়িত্ব পান মো. খবিরুল আহসান। তার বদলির খবর শোনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ উপজেলাজুড়ে বদলির প্রত্যাহারের ব্যাপক আলোচনার ঝড় সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা কেন বর্তমান ইউএনও মো. খবিরুল আহসানের বদলি বাতিল ও পূর্বধলায় পুন:বহাল চাই? কারণ আমরা দেখেছি উনি আসার পর থেকে উপজেলা পরিষদের অন্তর্গত নানামুখী কাজ স্বচ্ছভাবে হয়েছে। খবিরুল আহসানের অফিস রুমে সবসময় যেকোনো সাধারণ মানুষ ঢুকে কথা বলার সুযোগ পেয়েছে। উনার সময়ে এলাকার খেলাধুলায় একধরনের পুর্নজাগরণ হয়েছে। ক্রীড়াসামগ্রী পেয়েছে সবাই, অসংখ্য টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা নিয়েও তরুণদের দুশ্চিন্তায় পড়তে হয় নাই। আর পূর্বধলাবাসীর বিনোদন ব্যবস্থা উন্নত করতে ইউএনও কী কী করছেন তা সবাই দেখছেন।
তিনি (ইউএনও) চিরকাল এই উপজেলায় থাকবেন না। কিন্তু সরকারি নিয়মে একটানা সর্বোচ্চ তিন বছর একই উপজেলায় কর্মরত থাকার সুযোগ পান ইউএনওরা। খবিরুল আহসানের সর্বোচ্চ মেয়াদ পূর্ণ হতে আরও দুই বছর বাকি। জনতার চাওয়া তিনি মেয়াদ পূর্ণ করুন। অবহেলিত পূর্বধলাকে সঠিক দিকনির্দেশনা দিতে খবিরুল আহসানের মতো একজন অফিসার বর্তমানে খুব প্রয়োজন। এ সময় মানববন্ধনে আন্দোলনকারীরা পূর্বধলার ইউএনওর বদলি বাতিল করো, করতে হবে। খবিরুল স্যারের বদলি, মানি না, মানব না। কুচক্রিদের সুপারিশে, বদলি হবে না স্লোগান দেন।মানববন্ধনে পূর্বধলা রেডলাইনের টুর ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ সাকিব আব্দুল্লাহ’র উপস্থাপনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবদুল মান্নান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, পূর্বধলা হেল্পলাইনের ক্রিয়েটর এডমিন কেবিএম নোমান শাহরিয়ার, এসি ক্লাবের সাবেক সভাপতি আবু শোয়েব হাসান, রেনেসাঁ ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মাজু, নিউ স্টার স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, সোনার বাংলা ক্রীড়া সংঘের তাইজুল ইসলাম, যুব উন্নয়ন সংঘের সাবেক সভাপতি সুলেমান কবির পাপ্পু, রওশন আরা রোড ইয়ুথ ক্লাবের সভাপতি আবু তালহা, সূর্য তরুণ স্পোটিং ক্লাবের সহ-সভাপতি আল-আমিন, পূর্বধলা হেল্পলাইনের মডারেটর আলমগীর কবির, বাট্রা বাজার স্পোর্টিং ক্লাবের শাহরিয়ার নোমান খান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.