নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ব্রিক ফিল্ডের মাটি পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক্টরের চাপায় মো. মেহেরাজ হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বড়ভাই মেহেদী হাসান (৮) আহত হয়েছে। নিহত মেহেরাজ সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউপির ৮নং ওয়ার্ডের চাঁদপুর ফজল ব্যাপারী বাড়ির ডুবাই প্রবাসী মো. সবুজের ছেলে।
এ ঘটনায় পুলিশ ট্রাক্টর চালক মো. জনি ও ভ্যেকু চালককে আটক করেছে। রোববার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার কাদরা ইউপির চাঁদপুর-হীরপুর সড়কের খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র, রোববার সকালে মেহেদী ও মেহেরাজ দুই ভাই নিজ বাড়ি থেকে বাইসাইকেল নানার বাড়িতে রওয়ানা দেয়। পরবর্তীতে বের হতেই ব্রিক ফিল্ডের মাটি পরিবহন কাজে ব্যবহৃত একটি দ্রুত গতির ট্রাক্টর দুইভাই সাইকেল আরোহীকে চাপা দেয়। ছোট ভাই মেহেরাজ ঘটনাস্থলেই মারা যান এবং বড় ভাই মেহেদী গুরুত্বর আহত হন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মিজানুর রহমান জানান, অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ববস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.