নেত্রকোনার মোহনগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় মদসহ লিটন মিয়া (৪০) নামে এক মাদক ব্যবাসয়ীকে আটক করা হয়েছে। আটক লিটন মিয়া নেত্রকোনা বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। তার কাছ থেকে ১২ বোতল দেশীয় মদ জব্দ করে যৌথ বাহিনী।
শনিবার (১১ নভেম্বর) সকালের দিকে এসব তথ্যের সতত্য নিশ্চিত করে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ (শনিবার) দুপুরের দিকে জেলা আদালতে প্রেরণ করা হবে।
এরআগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের বিএনপি চত্বর এলাকা থেকে লিটন মিয়াকে আটক করে যৌথবাহিনী।জানা যায়, শুক্রবার রাতে মোহনগঞ্জ সেনা ক্যাম্পের লে. মো. মাহমুদুল হাসান মেহেদীর নেতৃত্বে পৌরশহরে অভিযান পরিচালনার সময় সন্দেহভাজন হিসেবে লিটন মিয়াকে আটক করে যৌথবাহিনী। পরে তল্লাশি করে তার কাছে থেকে ১২ বোতল দেশীয় মদ পাওয়া যায়।