প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ
নেত্রকোনার মদনে দেশীয় অস্ত্র-ইয়াবাসহ মাদক কারবারি আটক
নেত্রকোনার মদনে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ২৪৩ পিস ইয়াবাসহ নূর আহম্মদ (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২ নভেম্বর) ভোরে উপজেলার চাঁনগাও ইউনিয়নে শাহপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়িতে তাকে আটক করা হয়। মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশ কুমার দে এ তথ্য নিশ্চিত করেন।
আটক নূর আহম্মদ মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহপুর গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে। সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক নূর আহম্মদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করছে। প্রতিদিনের মতো শনিবার ভোরে নূর আহম্মদ তার নিজ বসত বাড়ির গোয়াল ঘরে মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতি নেয়। এদিকে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল খবর পেয়ে অভিযান চালিয়ে নূর আহম্মদকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র (বল্লম, দা, চাকু) ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করে। পরে নূর আহম্মদকে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রস্ততি চলছে। মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশ কুমার দে জানান, আটকের বিরুদ্ধে মাদকের বিশেষ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.