প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ১:০২ অপরাহ্ণ
নেত্রকোনার খালিয়াজুরীতে ফসল রক্ষা বাঁধ কেটে মাছ ধরার অভিযোগ
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের অন্তর্গত কেওরালা জলমহালের পাশে ফসল রক্ষা বাঁধ কেটে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অভিযোগ এনে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করেছেন পাঁচহাট গ্রামের আপনুজ্জামান নামের এক ব্যক্তি।
অভিযোগে উল্লেখ করা হয়, বয়রা মৎস্যজীবি সমবায় সমিতির নামে কেওরালা জলমহালটি ছয় বৎসরের জন্য ইজারা নেয় উক্ত সমিতি। কিন্তু জলমহালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য মোঃ আব্দুস সামাদ জলমহালের পাশে ফসল রক্ষা বাঁধটি অবৈধভাবে কেটে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আর ক্ষতিগ্রস্থ করছে সরকারের শত শত কোটি টাকার এই হাওড় রক্ষা বাঁধ । এই ফসল রক্ষা বাঁধের উপরই নির্ভর করে বিশাল হাওড়ের কয়েক হাজার হেক্টর ফসলি জমি।
ফসল রক্ষার বাঁধ কেটে নিষিদ্ধ জাল দিয়ে মাছ আহরণকারী মোঃ আব্দুল সামাদকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি বাঁধ কাটি নাই, জাল দিয়ে বাঁধ দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছি। স্থানীয় কৃষকেরা বলেন, এভাবে ফসল রক্ষা বাঁধ কেটে যদি ভীম জাল দিয়ে মাছ ধরা হয় তাহলে মাছের যে পরিমাণ ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে আমাদের। বেড়ি বাঁধের নিচে গভীর করে মাছ ধরার জন্য বাঁধের ব্যাপক ক্ষতি করা হচ্ছে, যা খুবই দুঃখজনক।
খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ হাসিব উল আহসান, অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোণা জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান বলেন, অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঁধটি সরজমিনে পরিদর্শন করার জন্য টিম পাঠানো হবে তাছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলা হবে এমনকি যদি সত্যতা পাওয়া যায় তাহলে উপজেলা আইন শৃংখলা কমিটির সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নিয়ে হাওড়বাসীর প্রাণের হাওড় রক্ষা বাঁধ রক্ষার্থে ব্যবস্থা নিবে প্রশাসন এমনটাই আশাবাদী হাওড় পাড়ের কৃষকদের।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.