প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ণ
নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ মধ্যে ১১ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অপসারণ
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ১৩ টি ইউনিয়ের মধ্যে ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে আদালতে বিভিন্ন মামলা রুজু হওয়ায় তাঁরা আত্মগোপনে থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম ব্যহত হচ্ছে, বঞ্চিত নাগরিক সেবা। তাই তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। বাকি দুইটি ইউনিয়ন নওপাড়া ইউনিয়ন ও গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ স্ব-পদই বহাল আছে।
বুধবার (২৭ নভেম্বর) নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তিনি এ আদেশ জারি করেন। এতে কেন্দুয়া উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁদের পদ বাতিল করা হয়। এবং উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্থলে কর্মকর্তাগণকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করেছেন জেলা প্রশাসক।
উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদের দায়িত্বে সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান,
আশুজিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইউনুস রহমান,
মোজাফরপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বে, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা কৃষি কর্মকর্তা, হুমায়ুন দিলদার, সান্দিকোনা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, গড়াডোবা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা ইন্সট্রাক্টর কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়া, মাসকা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, আল-আমিন সরকার, চিরাং ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর্জা মোহাম্মাদ, দলপা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা,আবুল কাশেম, পাইকুড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আজিজুল রহমান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.