প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৫:২১ অপরাহ্ণ
নেত্রকোনার কলমাকান্দায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সংগ্রামী মুসলিম তাওহীদি জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়।
এ সময় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মাওলানা আবুল হাসেম, মাওলানা উসমান গনি, মাওলানা আলী উসমান যুক্তিবাদী, মাওলানা মোস্তাফা কামাল, মুফতি জয়নাল আবেদীন, হাফেজ আমিনুল ইসলাম, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান ফারুক, মো.শামীম খন্দকার, শেখ আবু সাঈদ ও মোশতাক খান প্রমূখ।বক্তারা বলেন, খুনি হাসিনা ভারতে বসে অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করতে যে পাঁয়তারা করছে তা হতে দিবো না।
ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সাধারণ হিন্দু আর ইসকন দুটো আলাদা বিষয়। আমাদের সরল মনা হিন্দু ভাই-বোনদের ব্যবহার করে ইসকন বিভিন্ন জঙ্গিপনা কার্যক্রম চালাচ্ছে। তাদের এই জঙ্গি কার্যক্রম আমরা চলতে দেব না। আমরা সম্প্রীতি লালন করি, হিন্দু ভাইদের ভালোবাসি। হিন্দু ভাইয়েরা ইসকনের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এ সময় অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
তারা আরও বলেন, ফ্যাসিস্টদের দোসররা কখনো আনসার কখনো কিস্তিলীগ, রিকশালীগ, গার্মেন্টর্সলীগ আবার কখনো ইসকনলীগ হয়ে ফিরে আসছে। চট্টগ্রামে একজন আইনজীবিকে তারা হত্যা করেছে। তাই ইসকনের ঠিকানা বাংলাদেশে হবে না। এই সন্ত্রাসী কর্মকাণ্ড আর চলতে দেওয়া যাবে না। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। হিন্দু ভাইদের অনুরোধ করব, আপনারা ইসকনের বিরুদ্ধে কথা বলুন। ইসকন হিন্দুদের সংগঠন নয়। এটি একটি সন্ত্রাসী সংগঠন। যতদিন পর্যন্ত না ইসকন নিষিদ্ধ হচ্ছে, আমরা ততদিন রাজপথে থাকবো।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.