প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ১:২৭ অপরাহ্ণ
নেত্রকোনায় যৌথ অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার; নারীসহ দুজন আটক
নেত্রকোনায় সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার এবং এর সাথে জড়িত থাকায় এক নারীসহ দুজন মাদক কারবারীকে আটক করেছে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন- কৃষক মো. কামরুল ইসলাম (৪৭) তিনি নেত্রকোনা সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। একই গ্রামের আরেকজন গৃহিনী রুমা আক্তার (৩০) মো. শাহিন আলমের স্ত্রী।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা।
মেজর জিসানুল হায়দার জানান, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে সেনা সার্জেন্ট মো. মোস্তফার নেতৃত্বে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সাড়ে চার কেজি গাঁজাসহ দুইজন ব্যক্তিকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.