প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ২:৪২ অপরাহ্ণ
নেত্রকোনায় মেয়াদোত্তীর্ণ ড্রেনের ওপর ঢালাই দূর্ঘটনার সম্ভাবনা
নেত্রকোনার বারহাট্টা উপজেলার মেইন সড়ক উন্নয়নের নামে চলছে মনমতো কাজ। পুরাতন মেয়াদোত্তীর্ণ ড্রেনের ওপর স্লাব বসিয়ে এই স্লাবের ওপর ঢালাই দিয়ে চলছে সড়ক উন্নয়নের কাজ। স্থানীয়রা বলছে এমন উন্নয়ন ইতিপূর্বে তারা দেখিনি। এতো দিন পরে গুরুত্বপূর্ণ রাস্তাটির কাজ শুরু হয়েছে। যানজটের বারহাট্টায় এই একটি মাত্র রাস্তা। এই ভাবে রাস্তার কাজ শেষ হলে ভারী যানবাহনের চাপে মেয়াদোত্তীর্ণ ড্রেনটি ভেঙ্গে যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। তাছাড়া ড্রেন হলো পানি নিষ্কাশনের জন্য। কিন্তু ড্রেনের ওপর স্লাব দেয়ার কারনে আগামী এক মাসের মধ্যে এই ড্রেন টি ময়লা আবর্জনায় ভরে যাবে। পরে এই সুরু ড্রেন পরিস্কার করবে কি ভাবে এমন প্রশ্নও বারহাট্টা বাসীর।
বারহাট্টা মধ্য বাজারের ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, আগের ড্রেনের স্লাব গুলো ভাল ছিলো। এইগুলা সরিয়ে পুরাতন ড্রেনের ওপর নতুন স্লাব বসিয়েছে। এখন আবার এইগুলা নিচে রেখে ঢালাই দিয়ে দিচ্ছে। এই ভাবে ড্রেন রাখার কি মানে। এটাতো এক মাসেই ভরাট হয়ে যাবে।
বারহাট্টা পূর্ব বাজারের কম্পিউটার ও ফটোকপি ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, গত কাল আমার দোকানের সামনে সিসি ঢালাই দিয়েছে। আজ সকালে আমি মোটরসাইকেলটি পাড় করার সময় রাস্তা ভাঙ্গা শুরু হয়েছে। যে পরিমাণে সিমেন্ট দিচ্ছে এর চেয়ে আমাদের এলাকার বিলের মাটি দিলে আরও শক্ত হতো।
নেত্রকোনা সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহীন বলেন,এটা আমাদের পরামর্শ ক্রমেই হচ্ছে। বারহাট্টার মেইন সড়কের দু’পাশে জায়গা না থাকায় রাস্তা বৃদ্ধির স্বার্থে ড্রেনের ওপরের স্লাব গুলো নতুন করে দেয়া হয়েছে। এখন এগুলোর ওপর ঢালাই দেয়া হচ্ছে। এতে রাস্তার কোন সমস্যা হবে না। ড্রেন ভরাট হয়ে গেলে পরিস্কার কেমনে করা হবে জিজ্ঞেস করলে তিনি বলেন, এতে কোন সমস্যা হবে না। ড্রেন পরিস্কারের জন্য বিভিন্ন জায়গায় পয়েন্ট করা আছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.