মাদক সেবনরত অবস্থায় সেনাবাহিনীর হাতে আটক নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে ছাত্রদল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কার করা হয়। নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এই তথ্য জানিয়েছেন। নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের নতুন জেলখানা রোড এলাকার একটি অটোরিকশা গ্যারেজে ছাত্রদলের ওই নেতাসহ সাতজন যুবক মাদক সেবন করছিলেন। খবর পেয়ে সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক মশিউর রহমানকে নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কাজে লিপ্ত হলে কাউকে ছাড়া দেওয়া হবে না। এর আগে গত মঙ্গলবার চাঁদা দাবি করে না পেয়ে ব্যবসায়ীর মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় নেত্রকোনা পৌর ছাত্রদলের আহ্বায়ক রফিক খান মিলকী ঝুনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।