প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৩:৪৭ অপরাহ্ণ
নেত্রকোনায় মাদকের টাকার জন্য মারধর, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
মাদকের টাকার জন্য মারধর, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা। মাদকের টাকার জন্য মাকে মারধর করে ছেলে। অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। নেত্রকোনার কলমাকান্দায় এ ঘটনা ঘটেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. শহিদুল ইসলাম।
ওই মাদকাসক্ত যুবকের নাম শাহজাহান মিয়া (২৫)। তিনি উপজেলার পাঁচগাও গ্রামের শুকুর মাহমুদের ছেলে। শুক্রবার (২২ নভেম্বর) রাতে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, শাহজাহান একজন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য মাকে অত্যাচার করত, মারধর করত। শেষে অতিষ্ঠ হয়ে পুলিশে বিষয়টি জানান তার মা সাজেদা খাতুন।
মায়ের অভিযোগ পেয়ে উপজেলা সদরের মুক্তিচর এলাকা থেকে পুলিশ তাকে মাদকসেবনরত অবস্থায় আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শাহজাহান তার নিজের অপরাধ স্বীকার করে নেন। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি)।রাতেই শাহজাহান মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.