প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ৮:৫৮ অপরাহ্ণ
নেত্রকোনায় বিএনপি নেতার বাড়িতে হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ জুলাই স্থানীয় বিএনপি নেতার বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। রোববার (২৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের বউ বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক শফিকুল ইসলাম মামুন উপজেলার নাগডরা এলাকার বাসিন্দা। তবে তিনি পৌর শহরে বসবাস করতেন।
পুলিশ, মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে ওই মিছিলে হামলা চালানো হয়। পরে রেলস্টেশনের কাছে থাকা পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালায় অর্ধশত ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী। এসময় বিএনপি নেতা নিজের ঘরের ভেতর অবস্থান করছিলেন। হামলাকারীরা রামদা-চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওই বিএনপি নেতার ঘরের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত করে। তবে ভেতরে ঢুকতে না পেরে তারা এক পর্যায়ে চলে যায়। এ ঘটনায় সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মোহনগঞ্জ থানার ওসি মো. কামরুল হাসান বলেন, নিরাপত্তা কারণে আজ তাকে আদালতে পাঠানো হয়নি। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.