নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের চার হেভিওয়েট নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে শোকজ পত্র ও একজনকে সতর্কীকরণ নোটিশের পত্র এবং আরেকজনকে বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য নন বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) কলমাকান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক এম. এ. খায়েরের স্বাক্ষরিত পৃথক পৃথক পত্রের মাধ্যমে শোকজ ও বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
কারণ দর্শানো নোটিশ প্রাপ্ত দুজন হলেন- কলমাকান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. সাগর আহম্মেদ নাজিম ও কলমাকান্দা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাইকুল ইসলাম। তাদের কারণ দর্শানো নোটিশে উল্লেখ, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমের সুস্পষ্ট অভিযোগ থাকায় দলীয় ভাব-মূর্তী ক্ষুন্ন হয়েছে। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা সাত দিনের মধ্যে উপজেলা বিএনপি’র আহবায়কের নিকট স্বশরীরে হাজির হয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
সতর্কীকরণ নোটিশ প্রাপ্ত হলেন- কলমাকান্দা উপজেলা বিএনপি’র আরেক যুগ্ম আহবায়ক মো. আনোয়ারুল ইসলাম টুটন। তার ব্যক্তিগত আচরণ, অযাচিত ব্যবহার তথা নৈতিকতা বিরোধী বিভিন্ন কার্যক্রম, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ দলীয় ভাব-মূর্তি ক্ষুন্ন এসব ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ভবিষ্যতে অনুরূপ অভিযোগ আসলে মো. আনোয়ারুল ইসলাম টুটনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এই মর্মে সতর্ক করা হয়েছে।
বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য নন কলমাকান্দার চত্রংপুর গ্রামের মো. শফিকুল ইসলাম আজাদ। তার অনৈতিক কার্যক্রমের দায় বিএনপি বা এর অঙ্গ ও সংযোগী সংগঠন বহন করবে না বলে উপজেলা বিএনপি’র আহবায়ক এম. এ. খায়ের এক বিজ্ঞপ্তিতে অবগত করেন।