নেত্রকোনার বারহাট্টায় রাতের আঁধারে এক কৃষকের পুকুরে বিষ ঢেলে ৫ লাখ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় উপজেলার ভাটিপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মো. মোজাম্মেল থানায় অভিযোগ দিয়েছেন।
শুক্রবার (২২ নভেম্বর) বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন. ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৮ নভেম্বর থানায় অভিযোগ দেন ক্ষতিগ্রস্ত কৃষক মো. মোজাম্মেল।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাটিপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে প্রায় দেড় একর পরিমাণ জায়গায় থাকা পুকুরে বিভিন্ন ধরণের মাছ চাষ করেন মোজাম্মেল। গত ১৬ নভেম্বর রাতে দুর্বৃত্তরা ওই পুকুরে বিষ ঢেলে দেয়। এতে পুকুরে ৪০ মণের বেশি মাছ মরে ভেসে উঠে। এতে ৫ লাখ টাকার মতো ক্ষতি হয় তার। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য থানায় লিখিত অভিযোগ করেন মোজাম্মেল।
মোজাম্মেল বলেন, অনেক খরচ করে পুকুরে মাছ চাষ করেছি। মাছ বড় হলে বিক্রি করে খরচ শেষে যা লাভ হবে সেসব দিয়ে পরিবারের নানা দরকার মেটাব। কিন্তু শত্রুরা আমার সব শেষ করে দিল।