প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ
নেত্রকোনায় নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুজন আ.লীগের নেতা গ্রেপ্তার
নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক পৃথক অভিযানে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুজন নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার আসামি। সোমবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা কথা জানায় থানা পুলিশ। এরআগে গত রবিবার রাতে গ্রেফতারকৃত আ.লীগের দুই নেতাকে ডিবি পুলিশ নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গ্রেফতারকৃতদের একজন হলেন- সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. লাল মিয়া (৫২) । তিনি দক্ষিণ বিশিউড়া দক্ষিণপাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। উপজেলার সিংহের বাংলা গ্রামের উজ্জল মিয়া বাদী হয়ে দায়ের করা মামলার আসামি লাল মিয়া।
আরেকজন হলেন আ.লীগের অঙ্গ সংগঠন মেদনী ইউনিয়ন যুবলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ খান সুজন (৩৯)। তিনি মেদনী ইউনিয়নের বড়ওয়ারী গ্রামের মৃত আজম খানের ছেলে। সদর উপজেলার ব্রাহ্মনমহা গ্রামের মো. সাদেক মিয়ার দায়ের করা মামলার আসামি সুজন।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুজন হলেন গত ৫ আগস্ট পট পরিবর্তনের পরে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার আসামি। আজ (সোমবার) দুপুরের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.