প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৪, ৭:১৬ অপরাহ্ণ
নেত্রকোনায় ডিপ্লোমা ইন লাইভস্টক বৈষম্য বিরোধী ছাত্র পরিষদের শিক্ষার্থীদের মানববন্ধন
নেত্রকোনা শহরের জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সরকারি চাকুরীসহ বিভিন্ন দাবিতে মানবন্ধন করেছে ডিপ্লোমা ইন লাইভস্টক বৈষম্য বিরোধী ছাত্র পরিষদ ইনস্টিটিউট অব লাইভস্টক সাইন্স এন্ড টেকনলোজি(আইএলএসটি)র শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রেসক্লাবের সামনে সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধান ও বিক্ষোভ মিছিলে অংশনেন ওই প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী। ডিপ্লোমা ইন লাইভস্ট স্টুডেন্টস ফেডারেশন এর নেত্রকোনা শাখার উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
মানবন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, ডিপ্লোমা ইন লাইভস্ট স্টুডেন্টস ফেডারেশন এর ছাত্র পরিষদের ছাত্র প্রতিনিধি সোহেল রানা, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান,সিহাব উদ দৌলা,ও জাহাঙ্গীর আলম প্রমূখ।
শিক্ষার্থীদের দাবিগুলো হল, প্রস্তাবিত ভিএফএ ও সমমানের পদে নিয়োগের জন্য আইএলএসটি হতে পাশকৃত ডিপ্লোমা ইন লাইভস্টক সনদ ধারীদের সংযুক্তকরণ, অতিদ্রুত নিয়োগ বিধি প্রণয়ন, নিয়োগ পদায়ন ও নবসৃষ্ট উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তার পদসমূহে অতিদ্রুত সরাসরি নিয়োগের ব্যবস্থা করা।
এসময় বক্তারা জানান, বর্তমানে সারা দেশে পাঁচটি এমন আইএলএসটি রযেছে। আরো কয়েকটি স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব প্রতিষ্ঠানে অধ্যয়ন শেষে আমাদের সরকারি চাকুরিতে প্রবেশের জন্য সুযোগ-সুবিধা নেই। যেগুলো আছে সেগুলোতেও নন-টেকনিক্যাল লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে আমাদের এখান থেকে পাশ করার পরও বেকার থাকতে হচ্ছে।
ডিপ্লোমা ইন লাইভস্ট স্টুডেন্টস ফেডারেশন এর নেত্রকোনা জেলা শাখার প্রতিনিধিরা আরো বলেন, আমাদের যৌক্তিক দাবিগুলো মানা না হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আমরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.