প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:১৯ অপরাহ্ণ
নেত্রকোনায় দুর্নীতির দায়ে নগদ অর্থসহ ৩ জনকে আটক
নেত্রকোনায় ওজন স্কেল টোল প্লাজায় দুর্নীতির দায়ে নগদ অর্থ ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ অভিযানে ছয়টি মোবাইল ফোন,একটি ল্যাপটপ, নগদ ৬৫ হাজার ৬৫ টাকা, চার গ্রাম গাঁজা ও একটি গাড়ি (ঢাকা মেট্রো ঘ- ২১৭৩৯৯) জব্দের পরে পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটকৃতরা হলেন- ঢাকা খিলগাঁও ১৬ রোড ৯/ক এর আব্দুর রশিদ বেপারীর ছেলে মো. আলমগীর কবির। ঢাকার রামপুরা বনশ্রীর ব্লক-ডি, রোড-৪ এর নুর মোহাম্মদের ছেলে মো. তানভীর হোসেন এবং রাজধানীর বউবাজার এলাকার ৪নং রোডের নূর মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন।বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালের দিকে এসব তথ্য নিশ্চিত করেন দুর্গাপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাজিদ বিন রওশন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টোল প্লাজার লোকজন অতিরিক্ত বালু বোঝাই প্রতি ট্রাক হতে এক হাজার ছয়শো টাকা করে চাঁদা তোলে। এ তথ্যের ভিত্তিতে গত বুধবার দিনগত রাত আনুমানিক ১১টার দিকে তার নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কে জারিয়া এলাকায় ওজন স্কেল টোল প্লাজায় অভিযান পরিচালনা করা হয়। টোল প্লাজা কার্যালয়ে তল্লাশি করে নগদ ৬৫ হাজার পয়ষট্টি টাকা, গাঁজা, মোবাইল ফোন, গাড়ি জব্দ করা হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে ওই কার্যালয় থেকে তিনজনকে আটক করতে সক্ষম এবং এক ঘন্টা পরে আটক তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ওসি মো. রিয়াদ মাহমুদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.