1. admin@anantabangla.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে; মেজর (অব.) হাফিজ  ঝিনাইগাতীতে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ১ আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার ছবি ভাইরাল চাঁপাইনবাবগঞ্জে ফসলের সাথে ১১ বিঘা আলু গম সরিষা হালচাষ দিয়ে নষ্ট করলো প্রতিপক্ষ নেত্রকোনায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী সেনাবাহিনীর হাতে আটক নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধের এখনো কমিটিই হয়নি, কাজ শেষ নিয়ে শঙ্কা কৃষকদের  ধুনট প্রেসক্লাবের ২ বছর মেয়াদি কমিটি গঠন নান্দাইলে পঙ্গু মামুন কে  হুইল চেয়ার প্রদান  লালমোহনে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সংবর্ধনা

নিত্যপণ্যের বাজারে যেন আগুন,সব কিছুর দাম আকাশ ছোঁয়া

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৫২ বার পঠিত
নেত্রকোনায় নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। চাল, ডাল, মাছ, মাংস, সবজি থেকে সব কিছুর দামই যেন আকাশ ছোঁয়া। এক কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৫৪ টাকা আর সরু চাল বিক্রি হচ্ছে জাত ভেদে ৮৪ টাকা পর্যন্ত। প্রতি হালি ডিম ৫৫ টাকা। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্তও সবজির দাম বেড়েছে, ৮০ টাকার নিচে কোন ধরণের সবজিই নেই বলতে গেলে চলে। কমের মধ্যে আছে শুধু ব্রয়লার মুরগি। শনিবার (২৬ অক্টোবর) নেত্রকোনা শহরের বেশ কয়েকটি বাজার ঘুরে, সেখানকার ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারের এ চিত্র পাওয়া গেছে। কিছুদিন ঝাঁজ ছড়িয়ে সম্প্রতি কিছুটা কমতির পথে থাকলেও ফের বেড়েছে কাঁচা মরিচের দাম। বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। দাম কমেছে লেবুর: মাঝারি আকারের লেবুর হালি ২০ টাকা,বড় আকারের লেবু বিক্রি হচ্ছে ৪০-৮০ টাকা হালি দরে। কিছুদিন আগেও পেঁপে ১০০ টাকা বিক্রি হলেও ৫০ টাকায় নেমে এসেছে। তবে এ দামও যৌক্তিক বলে মনে করছেন না। বেসরকারি চাকরিজীবী কবির হোসেন বলছে: ‘পেঁপে ১২ মাস পাওয়া যায়। কম খরচে উৎপাদনও ভালো। তাহলে এটার দাম এতো কেনো হবে?’ পেঁপের দাম সর্বোচ্চ ২৫ থেকে ৩০ টাকার বেশি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
সবজির দাম বেশি হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আরেক ক্রেতা মতিউর হোসেন। তার বক্তব্য: সব সবজির দামই বেশি। কী রেখে কী কিনবো, সেটা বুঝতে পারছি না। সব সবজির দামই মোটামুটি ৮০ থেকে ১০০ টাকা। হামিদ হোসেন নেত্রকোনা শহরের ভাসমান সবজি বিক্রিতা তিনি বলেছেন, গত কিছুদিনে সবজির দাম অনেক বেড়েছে। ক্রেতারা আসছে দাম শুনে চলে যাচ্ছে। বেচা-বিক্রি নাই বলতে গেলেই চলে। কাঁচা কলার হালি ৫০ টাকা, গাজর ১৮০, টমেটো ২৪০ টাকা,শসার কেজি ৬০ টাকা,কচুর লতির কেজি ৬০-৭০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কাকরোল ৮০ টাকা, পটল ৫০ টাকা,বেগুন ১০০ টাকা,ঝিঙা ৮০ টাকা, করলা ১০০ টাকা,কচুরমুখী ৯০ টাকা কেজি। সপ্তাহখানেক আগেও এসব সবজির দাম ছিলো ১০ থেকে ২০ টাকা কম ছিলো। বাজারে আসা শাপলা ফুল বিক্রি হচ্ছে ১৫ টাকা আটি। পাট শাক ১৫ টাকা আটি, কুমড়া শাক ৫০ টাকা আটি, লাল শাক ৫০ টাকা কেজি এবং কচুশাক ২০ টাকা আটি দরে বিক্রি হচ্ছে।
এদিকে মাছ-মাংসের বাজার মাছের বাজারে ঘুরে দেখা গেছে, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের আমিষের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখা পাঙাশ ২০০ থেকে ২২০ টাকায়, তেলাপিয়া ২৯০ থেকে ৩২০ টাকা, চাষের কই ২৮০ থেকে ৩০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।এছাড়া, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, শিং ৪২০ থেকে ৪৫০ টাকা, কাচকি ৪০০ থেকে ৪২০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, ট্যাংরা ৫৫০ থেকে ৮০০ টাকা, রুই ৩৫০ থেকে ৫০০ টাকা, সিলভার কার্প ২৮০ থেকে ৩২০ টাকা, কাতল ৩৮০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ৬৮০ থেকে ১০০০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে। মাংসের বাজারে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা। খাসির মাংস প্রতি কেজি ১০০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার ১৯০ থেকে ২০০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে। বাজারে আকাশ ছোয়া সবজি ও মাছ মাংসের দাম।নিম্নশ্রেণীর পরিবারের পক্ষে এতো দাম দিয়ে সবজি বা মাছ মাংস কেনা জটিল বেপার হয়ে দাড়িয়েছে। এখন আয়ের চেয়ে ব্যায় বেশী। এমন অবস্থায় ছোট বড় মাঝারি পরিবারের চলা খুবই কষ্টকর হয়ে দাড়িয়েছে। আমরা কয়েকজন সবজি ক্রেতা মনির. ফয়সার. সিয়াম এদের সাথে কথা বললাম তাঁরা আমাদের জানান সবজির বাজারে এসে দেখে যাই শুধু কিন্তুু কেনা যায়না দাম বেশী তাই। সবজি বিক্রেতা মোঃ সামিরের সাথে কথা বলে জানা গেছে,তাদের মোকামে কেনা বেশী তাই আমাদের বেশী বিক্রি করতে হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK