প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
নান্দাইলে বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী সমাবেশ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারী রেজিষ্ট্রেশন ভূক্ত হক ফাতেমা পাঠাগারের আয়োজনে মঙ্গলবার (২৯ অক্টোবর) নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ মাদক বিরোধী প্রচার অভিযান ও ছাত্র/ছাত্রীদের বই পাঠের আহবান জানিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হক ফাতেমা পাঠাগরের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সিদ্দিকী, দূর্নীতি প্রতিরোধ কমিটি নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ কামরুল হুদা, প্রভাষক কামরুল হাসান জুয়েল, সাংবাদিক রমজান আলী, সিনিয়র শিক্ষক মোঃ সামছুল হক, জেবুন্নেচ্ছা দীপ্তি, আলফা হাসিনা লাকী প্রমুখ।
সমাবেশে সকল ছাত্রদের মাদক মুক্ত থাকার শথপ পাঠ করানো হয়। পরে ছাত্র/ছাত্রী সমন্বয়ে র্যালী অনুষ্ঠিত হয়। উল্লেখ্য হক ফাতেমা পাঠাগার নান্দাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধ/মাদক মুক্ত সমাজ গঠন ও বই পাঠে উৎসাহ দানের জন্য সারা বছর ব্যাপী এই কর্মসূচী পালন করে থাকে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.