কবি ও সরলপ্রাণ ধর্মচিন্তক অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এর প্রয়াণে নেত্রকোনায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে শোকসভার আয়োজন করা হয়।
শোকসভা আয়োজন কমিটির আহবায়ক জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী’র সভাপতিত্বে সদস্য সচিব মো. শফিউল আলম খানের সঞ্চালনায় অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এঁর স্মরণে জীবনী পাঠ করেন শিক্ষক গোলাম মুক্তাদির।
এ ছাড়াও অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও জিপি অ্যাড. মাহফুজুল হক, অধ্যাপক মতিন্দ্র সরকার, অধ্যাপক ননী গোপাল সরকার, নেত্রকোনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও কবি গোলাম মোস্তাফা, পিপি অ্যাড. আবুল হাসেম, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, অ্যাড. মজিবুর রহমান মিলন, নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনালের অ্যাড. পিপি নুরুল কবির রুবেল, কবি তানভীর জাহান চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নাগরিক শোকসভায় বক্তারা বলেন, অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির ছিলেন, একজন ধীমান, কবি ও সরলপ্রাণ ধর্মচিন্তক। তিনি সারা জীবন সাধারণ জনগণকে আইনি সহায়তা প্রদানের পাশাপাশি সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ সম্ভব নয়। বক্তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির বার্ধক্যজনিত কারণে গত ২৫ অক্টোবর মৃত্যুবরণ করেন।