শেরপুর জেলার নকলা উপজেলাতে ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলা কৃষি অফিস, মৎস্য অফিস ও প্রাণি সম্পদ অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২৭ অক্টোবর (রোববার) সকাল ৯টার সময় উপজেলা মুক্ত মঞ্চ চত্বরে এই বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।
এসময় সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, সিনিয়ির উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিদ্দিকুর রহমান, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতা-বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।
ইউএনও দীপ জন মিত্র বলেন, এ ন্যায্য মূল্যের বাজারটা মূলত কৃষকের। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি এ বাজারে এনে ন্যায্য মূল্যে ক্রয়-বিক্রয় করবেন। এই বাজারে তৃতীয় পক্ষের হাত না থাকায় কৃষকরা পাবেন ন্যায্য মূল্য, আর ক্রেতারা ন্যায্য মূল্যে পাবেন নিরাপদ শাক-সবজিসহ নিত্য দিনের প্রয়োজনীয় কৃষিপণ্য।