বগুড়ার ধুনটে গোয়াল ঘরের তালা কেটে আশরাফ আলী (৫০) নামের এক কৃষকের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহরি গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
গরুর মালিক আশরাফ আলী জানান, প্রতিদিনের ন্যায় গরু গোয়াল ঘরে তুলে রেখে খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ি। ফজর নামাজের পর গরু বের করতে গিয়ে লক্ষ্য করি বাহিরে থেকে আমার ঘরের দরজা লাগানো। পরে জানালা দিয়ে দেখি গোয়াল ঘরের দরজা খোলা। পরে আমি ডাকাডাকি শুরু করলে প্রতিবেশীরা এসে দরজায় তালা ভেঙে আমাদের বের করে। পরে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার দুটি গরু চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে গেছে। পরে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রবিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এতে আমার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, শীত আসতে না আসতেই গরু চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছে তারা। পুলিশের গা ছাড়া দায়িত্ব পালনের ফলে বর্তমানে চুরি বেড়েই চলেছে। অভিযোগ দিয়েও প্রতিকার মেলে ভুক্তভোগীর। এ উপজেলায় ধারাবাহিক ভাবে গরু সহ বিভিন্ন চুরি সংঘটিত হলেও তুলনামূলক চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ধুনট থানার ডিউটি অফিসার জানান, গতকাল রাতে গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। গরু উদ্ধার ও চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.