‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে কারিতাসের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, আইসিটি অফিসার সামিউল আলম শামীম, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনসহ আরো অনেকে। উপকরণের মধ্যে, স্কুলব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স, ও খাতা কলম বিতরণ করা হয়।
প্রধান অতিথি কারিতাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাউপকরণ ও অর্থ বিতরণ করে শেষ নয়, তাদের সহায়তায় যদি আমরা সকলেই সকলের অবস্থান থেকে সহায়তা করতে পারি তাহলেই তারা বাঁচতে শিখবে। ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য সহায়তার হাত বাঁড়িয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে কারিতাস ২০১৬ সাল থেকে অত্র উপজেলায় কাজ করে যাচ্ছে।