প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৫:২৫ অপরাহ্ণ
———-দীপ্ত আলোয় উজ্জিবিত আমি—————–
----------দীপ্ত আলোয় উজ্জিবিত আমি-----------------
---------------সোহেল খান দূর্জয়--------------------------
জীবনের দীপ্ত আলোয় উজ্জিবিত আজ আমি
আমার পিছনের সংগ্রাম শুধুই আমিই তো জানি
আমার জীবনের শত্রুতার দল ছিলো যে বড় শক্ত
তাইতো এই আমার আমি নিজেতেই ছিলাম মত্ত
তাইতো বলি সফলতা কভু আসে না নিজে নিজে
ভালোবেসে আনতে হবে তাকে স্ব-সম্মানে কাছে
সফলতার সিঁড়ি বাড়া নয়তো অতো যে সহজতর
নিজের স্বপ্ন পূরণে নিজেকেই হতে হয় অগ্রসর।
তাইতো আমাকে গড়তে হবে আমার মতো করে
জীবনের লক্ষ্যভেদ করতে হলে শক্ত হতে হবে
এই বিনিদ্রা বিনাবিশ্রামে মানাতে হবে জীবনকে
তাইতো লক্ষ্য স্থির করে এগোতে হবেই নিজেকে
শুধু নষ্ট সমাজ বিশ্রান্ত হবে না আমার সফলতায়
এগোবো আমি লড়বো লড়াই করবোনা কো বড়াই
হাজার চেষ্টা বৃথা যাবে তবুও তো আমি স্বগতিতে
ইচ্ছে করে না ফিরে যেতে নষ্ট সমাজের অতীতে।
এইসব নষ্ট সমাজের কাছে অন্যায়ের কাছে যত
আছে আমার জীবনের কিছু হেরে যাওয়ার গল্প
সফলতার কাছে সব খুলে বলবো করে অল্প অল্প
ছিলো কত বাধা বিপত্তি এই ছোট্ট জীবনকে ঘিরে
তবুও তো প্রচেষ্টায় ফিরবো আমি সফলতার নীড়ে
মানুষের জীবনের সফলতা নয় তো উজানের কৈ
সে তো অমাবস্যার চাঁদ সফলতা আসে অধ্যবসায়ে
কঠোর শ্রমে দিন রাত সফল যারা পুড়েছে তো তারা
জ্বলন্ত কয়লায় আগুনে পুড়ে সোনা হয়েছে তারা
যাদের দুঃখ পুড়ে ছাই ঝড় ঝাপটা সফলতা চাই
কয়েনের এপিঠ ওপিঠ বিজয়ের জেদ উল্টিয়ে গাই
সফলতার সংগীত গোলক ধাঁধায় অকূল পাথারে
তাই ভাসিয়ে জীবন তরী সফল হয়েছে সহিষ্ণুতায়
সফলতার সাগরে হয়েছে জীবন আলোর দিশারী।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.