——-তোমার অবহেলার সাগরে আমি————–
—————সোহেল খান দূর্জয়———————–
এই পৃথিবীতে আমার ভাবনায় আমার কল্পনায়
রেখেছি আমি ভালোবাসায় তোমায় যতন করে
সত্যিই মনের গভীরে যে ভালোবেসে আপন করে
আমি সত্যিই যে হয়েছি আজ দুর্বল তোমার তরে
তুমি কি জানো না আমি ভালোবাসার দু্র্বলাতায়
তোমাকে আমার এইভাবে হারাতে ভয় পায় বলে
তার প্রতিদান দিলে আজ আমায় অবহেলা করে
পরিবার পরিজন ছেড়ে এসেছি আমি তোমার তরে
আমি সত্যিই যে কতটা স্বপ্ন দেখেছি তোমায় নিয়ে
আমি তো ভেবেছি ভালোবেসে আপন করে নিবে
সত্যিই তুমি এই যে করিলে অবহেলা প্রিয় মোরে
মিথ্যা ভালোবাসার অভিনয়ে যে কিছু ছলনা করে
আমাকে যে অবহেলা নামক সাগরে ভাসিয়ে দিলে
তাই বলছি ভালোবাসা যেন ডুবে গেছে অন্ধকারে
সত্যিই আজ আমার স্বপ্ন ভেঙ্গে গেছে তোমার তরে
তাইতো এই নিশি রাতে আমার দুচোখে অশ্রু ঝরে
আমি বলছি আমাকে অবহেলা আর অপমান করে
আমার সব কথা চিরতরে কেন ঝেড়ে ফেলে দিলে
সত্যিই আজকে তুমি কেন প্রিয় এতো বদলে গেলে।
তুমি কি জানো প্রিয় আমার হৃদয়ের স্পন্দন দিয়ে
আজ অবহেলায় যে অবিরাম হৃদয় ফাঁটা রক্ত ঝরে
সত্যিই তুমি জানো তোমার অবহেলা আঘাত করে
তোমার অবহেলায় আমার এই যে মনে ক্ষণে ক্ষণে
সত্যিই যে তোমার অবহেলা আমাকে কতটা কাঁদায়
তুমি কখনোই যে প্রিয় অনুমানও করতে পারবে না
তুমি এই চোখের কোনের জল হয়তো দেখতে পার
তবে আমার মনের গহীনে জমে থাকা কালো মেঘ
জানো কি যার সাথে আমার নিত্যদিনের লেনাদেনা
এই তো যার সাথে আমার এ বন্ধুত্ব হয়েছে চিরচেনা
যে মেঘ আমার অন্তরে বৃষ্টি হয়ে ঝরছে প্রতিনিয়ত
এই যে কষ্টের সাগরে আমাকে ভাসিয়ে নিয়ে চলছে
সত্যিই তো যাকে বাইরের চোখ দিয়ে দেখা যায় না
হয়তো ছোঁয়া যায় না এ দুহাত দিয়ে আগলে ধরেও
তুমি তো সেই মেঘ কখনো স্পর্শ করতে পারবে না
সত্যিই তো তোমারি অবহেলায় সেই মেঘের যে সৃষ্টি,
কি যে কষ্ট হয় আমার শত ক্ষত-খুঁতের অবহেলায়
তুমি তো আজকে ঠেলে দিলো আমার জানালায়
তাইতো এই যে রাত প্রহর জুড়ে কেবল-ই অপেক্ষা
শুধুই বাড়ল তোমার দেওয়া এই যে অপেক্ষার দীক্ষা
আমি জানি সবকিছুই মিথ্যে পৃথিবীর মোহ-মায়ায়
তাইতো এ সন্ধ্যে গড়ালো বিকেলের বিষাদ ধোয়ায়
আর আমার এই মৃত্যু হয়ে নেমে আসে অবহেলায়
ঢেকে দেয় অবহেলার সাগরে এই যে সকল ছায়ায়
সত্যিই তো তখন লেখা হয় যে অবহেলার মৃত্যুনামা
আর তখন যে পরে রয় শুধুই মৃত আমার দেহখানা
তখন আমি এই পৃথিবীতে বেঁচে থেকে হয়ে রই মৃত
হয়তো জীবনের মৃতের চিতকারে অবহেলার কষ্ট
ভালোবাসার এই অবহেলায় লেখা গান যে অস্পষ্ট
তাই বলছি মানুষ ছোঁয়নি এই মন ছোঁয়নি এই হৃদয়
সত্যিই আজ তুমি এসে ভালোবাসায় ভরিয়ে দিও
আর এই অবহেলার পরিবর্তে আমায় পুরোটা নিও।
বলো তো তুমি কেন দিয়েছিলে ভালোবাসার ইশারা
আজকে কেন যে হলে তুমি সময়ের ঘড়িতে অচেনা
ভালোবাসার মিথ্যে ইশারায় দিলে কেবল উপেক্ষা
আমায় দিয়ে গেলে কেবল অবহেলা আর অপেক্ষা
সত্যিই এই জীবনে আমার হয়নি তোমায় যে ছোঁয়া
আর তুমি আঁধারে মিলালে ভালোবাসার সব ধোয়া
তুমি যে উড়ে গেছো হয়ে কর্পূর দেখেছি চেয়ে চেয়ে
তবুও আমি পূর্ণতা পেয়েছি তোমার এতোটুকু পেয়ে
তুমি কি জানো তোমার এই অবহেলার লেনাদেনা
তোমার প্রতি আমার জন্য হয়েছে চিরন্তর চিরচেনা
ভালোবাসার এই রাস্তাগুলো যেনো তোমার অচেনা
সত্যিই বলছি আমায় চেনালে মিথ্যে প্রেমের খেলা
আমি তোমার জন্য তবুও যে পাঠালাম ভালোবাসা
সেই ভালোবাসার নাম ও তোমার কাছে অবহেলা
সত্যিই আজকে শেষ করে সব অবাঞ্চনীয় অবহেলা
এই নীল আকাশে ভেসে বেড়াবে ভালোবাসার ভেলা
আমি বলছি এ ভুলের খাতাটা ধুলোয় মিশিয়ে দিও
মিথ্যে হলে তুমি আর একবার আমায় ডেকো প্রিয়।