ভোলার তজুমদ্দিন উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫৪ তম বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ রাহাত হোসেন এর নেতৃত্বে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ৩১বার তপোধ্বনি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
মহান বিজয় দিবসের কর্মসূচিতে দিনব্যাপী আরো ছিল, জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ রক্তদান কর্মসূচি পালন, হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশনা ও বাদ আছর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স মসজিদে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এ সকল কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (এমওডিসি) ডাঃ আব্দুল্লাহ আল মর্তুজা, ডাঃ তাসনিয়া ইসলামসহ অন্যান্য চিকিৎস, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.