ভোলার তজুমদ্দিনে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে পুকুরের পানিতে ডুবে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ধনু হাওলাদার বাড়িতে ঘটে মর্মান্তিক এই ঘটনা।
মৃত ৩ শিশুর মধ্যে ২ শিশুর বাড়ি বোরহানউদ্দিন উপজেলাধীন হাকিম উদ্দিন বাজার সংলগ্ন হাসাননগর ৪নং ওয়ার্ডে। তাদের নাম মিম আক্তার (১০) ও মার্জিয়া বেগম (৭)। তারা দু’জন সম্পর্কে আপন বোন। তাদের বাবা মোঃ হোসেন প্রবাসে থাকেন।
অপর শিশুর নাম রাফিয়া আক্তার (৮)। রাফিয়া ধনু হাওলাদার বাড়ির প্রবাসী মোঃ মোর্শেদ মিয়ার মেয়ে। মিম, মার্জিয়া ও রাফিয়া সম্পর্কে খালা-বোনজি। গত ৪ দিন আগে মিম এবং মার্জিয়া ইন্দ্রনারায়ণপুর গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে এসেছেন।
মৃত ৩ শিশুর পরিবার সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার দুপুরে মিম, মার্জিয়া, রাফিয়া বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজতে শুরু করেন। কোথাও খোঁজে না পেয়ে পুকুরের ঘাটলায় গিয়ে দেখেন, ৩ বাচ্চার জামাকাপড় ঘাটলায় পড়ে আছে। এরপর পরিবারের সন্দেহ হলে তাঁরা পুকুরে জাল ছুঁড়লে এঁকে এঁকে ৩ শিশুর মরদেহ ভেসে ওঠে।
শিশু তিনটির পরিবার সুত্রে জানা যায়, জালে প্রথমে মিমের মরদেহ ভেসে ওঠে। এর ১০ মিনিট পর মার্জিয়ার মরদেহ এবং ৩০ মিনিট পর রাফিয়ার মরদেহ ভেসে ওঠে। তারা আর বেঁচে নেই এমনটা নিশ্চিত হওয়ার পরেও চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় সোনাপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। একই বাড়িতে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকাবাসী। ফুটফুটে ৩ শিশুকে হারিয়ে পাগলপ্রায় মা। প্রবাস থেকে ভিডিও কলে ৩ শিশুর নিথর দেহ দেখছেন তাদের বাবা। বাকরুদ্ধ নানা-নানি। থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2024 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.