ভোলার তজুমদ্দিনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভসুচনা করা হয়। পরে এ উপলক্ষ্যে মানববন্ধন শেষে বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাদীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরপর একই দিনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উভয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ আঃ রব, খেলাফত মজলিস আমির মাওঃ আঃ রাজ্জাক, প্রেসক্লাব যুগ্ম আহবায়ক সাইদুল হক মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ হালিম, সাংগঠনিক সম্পাদক খন্দকার নিরব, মিডিয়া হাউজের নুরুল আহাদ তাসলিম প্রমূখ।
এসময় বিভিন্ন কাট্যাগরীর ভিত্তিতে ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।